ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

৫ বছর প্রেম করে জীবনসঙ্গী পেলেন নায়ক রোশান, কনে এশা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৩, ১১:০৫ এএম

৫ বছর প্রেম করে জীবনসঙ্গী পেলেন নায়ক রোশান, কনে এশা

 ৫ বছর প্রেম করে জীবনসঙ্গী পেলেন নায়ক রোশান, কনে এশা

৫ বছরের প্রেম। ২০২০ সালে বিয়ে। অবশেষে শনিবার ৬ মে প্রেমিকাকে স্ত্রী করার কথা   প্রকাশ্যে  নিয়ে এলেন  এ সময়ের জনপ্রিয় নায়ক রোশান।

রোশান তার ভেরিফাইড পেজে একটি ছবির ক্যাপশনে লিখেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই...।’

রোশান জানালেন, আজ থেকে প্রায় তিন বছর আগে প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন তিনি। তখন শুধু নায়কের বন্ধুরাই বিয়ের খবর জানতো। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি। অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে আজ ৬ মেবিয়ের খবরটি প্রকাশ করলেন  নায়ক নিজেই।

জানা গেছে, স্ত্রী তাহসিন এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ শেষ বর্ষের শিক্ষার্থী।

রোশান বললেন, ‘২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা হয় আমাদের। কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি। কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।

জানা গেছে, তিন বছর আগে লুকিয়ে বিয়ে করলেও পরিবারের দাবিতে আনুষ্ঠানিকতা করতে হচ্ছে আবার। শুক্রবার (৫ মে) রাতে ঢাকা সেনানিবাস–সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার  ৬ মে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়।

জানা যায়, রোশানের স্ত্রী তাহসিন এশার জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি শোবিজ জগতের কেউ নন। ২০২০ সালে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর দুই মাস ফোনে কথা বলার পর ঢাকার একটি রেস্টুরেন্টে দেখা করেন তারা। তখনও কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি। মাস দু’য়েক সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর প্রেম ও বিয়েতে জড়ান রোশান ও এশা। হয়ে যান জীবনসঙ্গী।

এনবিএস/ওডে/সি