ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

জবি অধ্যাপকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি শিক্ষক সমিতির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৩, ১১:০৫ এএম

জবি অধ্যাপকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি শিক্ষক সমিতির

 জবি অধ্যাপকের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি শিক্ষক সমিতির

খুলনার কয়রায় উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

 শনিবার (৬ মে) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল-মাহমুদ তার পছন্দের প্রার্থীকে পরীক্ষায় পাশ না করা স্বত্তেও নিয়োগের জন্য শুরু থেকেই চাপ দিতে থাকেন। পাশাপাশি অবৈধভাবে নিয়োগ দিতে রাজি না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলামকে আটকে রেখে তার উপর নির্মম নির্যাতন করেন।

 এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষক সমিতি মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, অধ্যাপক নজরুল ঢাকায় ফিরছেন। তার উপর হামলার বিষয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম এস দোহা বলেন, হামলার শিকার ওই শিক্ষক দ্রুতই অভিযোগ দায়ের করবেন। এরপরই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এনবিএস/ওডে/সি