এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৩, ০১:০৫ পিএম
কানে যাচ্ছেন আনুশকা
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটতে যাচ্ছেন বলিউডের নায়িকা আনুশকা শর্মা। এর আগের বছর উৎসবে জুরি বোর্ডের সদস্য হিসেবে গিয়েছিলেন আরেক বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। ভারতে ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনিন এক টুইটে তার সঙ্গে আনুশকা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলির ছবি দিয়েছেন। জানিয়েছেন আনুশকার কান উৎসবে যাওয়ার কথা।
লেনিন টুইটারে লেখেন, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে দারুণ লেগেছে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা, তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’
আনুশকা ফরাসি প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েলের প্রচার দূত। ২০২২ সালে প্যারিসে এ প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিংও করেন তিনি। ‘রাব নে বানা দি জোড়ি’, ‘পিকে’, ‘সুলতান, ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার নায়িকা আনুশকা প্যারিসে তোলা ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
এনবিএস/ওডে/সি