এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
শাকিবের সঙ্গে আমার কোনো দূরত্ব নেই: অপু বিশ্বাস
২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। সে সময় তারা দুজনেই বিয়ে এবং সন্তান জন্মের খবর গোপন রাখেন।
এক পর্যায়ে দুজনের সম্পর্কে ফাটল ধরলে সন্তান ও বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এরপর ২০১৮ সালে শাকিব খান অপুকে ডিভোর্স দেন। তবে ডিভোর্স হলেও তাদের মধ্যে দূরত্ব নেই বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান এই অভিনেত্রী। এ সময় শাকিবের সঙ্গে কাটানো মুহূর্ত মিস করা প্রসঙ্গে অপু বলেন, ‘এখন তো ছোট শাকিব আমার সঙ্গে ঘুরে। তাই ওই মুহূর্ত কোথা থেকে মিস করব? আসলে মিসিংটা তখনই হতো, যদি সে আমার থেকে অনেকটা দূরত্বে থাকত এবং কোনো যোগাযোগই না থাকত। যেহেতু তার আর আমার মধ্যে তেমন দূরত্ব নেই, তাই মিসিংয়ের ব্যাপারটা ওইভাবে অনুভব করি না।’
এনবিএস/ওডে/সি