ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রুশ নাট্যকার গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৩, ০৫:০৫ পিএম

রুশ নাট্যকার গ্রেপ্তার

রুশ নাট্যকার গ্রেপ্তার

‘সন্ত্রাসবাদকে সমর্থন’ করার অভিযোগে রাশিয়ার প্রখ্যাত পরিচালক ও নাট্যকারকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাটকে অনলাইনে রুশ নারীদের পটিয়ে সিরিয়ায় আইএস জঙ্গিদের কাছে বিয়ে করতে পাঠানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। 

নাট্য পরিচালক ইয়েভজেনিয়া বেরকোভিচ ও নাট্যকার সিভেটনা পেট্রিয়াচুককে গত শুক্রবার (৫ মে) গ্রেপ্তার করা হয়। তাদের ‘ফিনিস্ট, দ্য ব্রেভ ফেলকন’ নামে পুরস্কার জয়ী নাটকটিতে সন্ত্রাসবাদকে সমর্থন করা হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা।

আইনজীবীদের দাবি, তাদের নাটকে সন্ত্রাসবাদ ও প্রেম-ভালোবাসাকে একসঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। তার সঙ্গে যোগ করা হয়েছে কট্টর নারীবাদিতাও। ২০২১ সালে রাশিয়ার সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ করা হয়েছে।

এনবিএস/ওডে/সি