ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পাকিস্তানে মোনাজাতে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৩, ১১:০৫ এএম

পাকিস্তানে মোনাজাতে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা

 পাকিস্তানে মোনাজাতে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে উত্তেজিত জনতারা পিটিয়ে হত্যা করেছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে শনিবার (৬ মে) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার বিষয়টি খুবই সংবেদনশীল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, স্থানীয় মুসলিম ধর্মীয় নেতা নিগার আলমকে মারদান জেলার সাওয়ালধার গ্রামে পিটিআই দল আয়োজিত এক সমাবেশে প্রার্থনা করতে বলা হয়েছিল।

একজন স্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রার্থনার সময় কিছু নিন্দামূলক মন্তব্য করার পর উত্তেজিত জনতার হাতে নিহত হন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে ওই ব্যক্তিকে উত্তেজিত জনতার মারধরের হাত থেকে রক্ষার জন্য চেষ্টা করতে দেখা যায় পুলিশকে।

শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রক্ষণশীল খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদান শহরের সাওয়াল ধের এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, পুলিশ প্রথমে নিগার আলমকে পাশের একটি দোকানে নিরাপদে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু উত্তেজিত জনতা দরজা ভেঙে তাকে জোর করে টেনে বের করে নিয়ে লাঠিপেটা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ পরবর্তী কার্যক্রমের জন্য হাসপাতালে নেয়া হয়েছে এবং তদন্ত চলছে।

এনবিএস/ওডে/সি