এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
১ কোটি দর্শক দেখলো ‘খেলা হবে’
ঈদে মুক্তি পেয়েছে এক সময়ের বিনোদন সাংবাদিক সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘লোকাল’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমা মুক্তির আগে ১৭ এপ্রিল মুক্তি পায় ‘লোকাল’ সিনেমার গান ‘খেলা হবে’। মাত্র ২০ দিনে গানটি সোশ্যাল মিডিয়ায় ১ কোটি দর্শক উপভোগ করেছেন।
‘লোকাল’ টিম থেকে জানানো হয়, ২০ দিন পর আজ ৮ মে পর্যন্ত ক্লিওপেট্রা ফিল্মসের ইউটিউব চ্যানেলে ২ মিলিয়ন ভিউ, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ১.২ মিলিয়ন ভিউ ও বুবলীর ফেসবুক পেজে ২.১ মিলিয়ন ভিউসহ কপিরাইট ফ্রি থাকায় ১০০+ ফেসবুক পেজ/আইডি ও ইউটিউব চ্যানেলে মোট ১০+ মিলিয়ন তথা ১ কোটির বেশি দর্শক দেখেছেন।
যা এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়া বাংলাভাষার যেকোনো গানের তুলনায় বেশি। গানটিতে আদর আজাদ-বুবলীর নাচ, কোরিওগ্রাফি প্রশংসা পাচ্ছে। টিকটকসহ নানা রকম বিনোদনমূলক সোশ্যাল মিডিয়াতেও গানটি ঝড় তুলেছে।
এ গানের সাফল্য নিয়ে ‘লোকাল’ সিনেমার নায়ক আদর আজাদ ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। বলেন, ‘সত্যিই আমরা আমাদের প্রিয় এই দর্শকদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না...’
‘লোকাল’ সিনেমার পরিচালক চন্দন বলেন, আমরা আমাদের দর্শকের কাছে কৃতজ্ঞ। তারা এখনও যেভাবে বাংলাদেশের সিনেমার পাশে রয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমি আমাদের দর্শকদের উদ্দেশে শুধু বলব, আপনারা এই ভালোবাসা অব্যাহত রাখলে বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত হবে।
‘খেলা হবে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। এতে কণ্ঠ দিয়েছেন আয়ুশ দাস ও চৈতীপর্ণা দে। এর সুর ও সঙ্গীত করেছেন আয়ুশ দাস।
এনবিএস/ওডে/সি