এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
তিনি সৌদি বিমানবাহিনীর পাইলট ছিলেনমঞ্চে হেনস্তার শিকার, গুরুতর আহত অরিজিৎ
এবার স্টেজের মধ্যেই হেনস্তার শিকার হলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ফলে ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। আর পুরো ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, আওরঙ্গাবাদে একটি কনসার্টে পারফর্ম করছিলেন অরিজিৎ। সেখানে স্টেজে একের পর এক সুরেলা কণ্ঠে দর্শক মাতাচ্ছিলেন তিনি। এ পরিস্থিতিতে প্রিয় গায়ককে দেখে হঠাৎ করেই আবেগতাড়িত হয়ে পড়েন ভক্তরা। এরপর এক ভক্ত শিল্পীর হাত ধরে টান দেন। তাতেই গুরুতর আঘাত পেয়েছেন গায়ক। এমনকী হাতও নাড়াতে পারছিলেন তিনি। এ অবস্থায়ও শান্ত ছিলেন অরিজিৎ।
বলি তারকা মার্জিত ভঙ্গিতে ওই ভক্তকে বলেন, ‘আপনি এভাবে হাত ধরে টানছেন কেন? এবার তো আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না। আমি যদি পারফর্ম করতে না পারি, তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। খুব সহজ হিসাব এটা।’
এনবিএস/ওডে/সি