ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের তিন কমান্ডারসহ নিহত ১২


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মে, ২০২৩, ১১:০৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের তিন কমান্ডারসহ নিহত ১২

 গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের তিন কমান্ডারসহ নিহত ১২

মঙ্গলবার (৯ মে) ভোরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসলামিক জিহাদ আন্দোলনের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গ্রুপটির তিন জন নেতাসহ অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অনেক বেসামরিক লোক রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা বিমান হামলা চালিয়েছে। তাদের হামলার টার্গেট ছিল গ্রুপটির গাজার উত্তরাঞ্চলের কমান্ডার খলিল আল-বাহতিনি,  গাজা ও পশ্চিম তীরের সমন্বয়ক তারেক ইজ আল-দ্বীন এবং  ইসলামিক জিহাদ কাউন্সিলের সেক্রেটারি জিহাদ গানামকে লক্ষ করে তারা এ হামলা চালায়।

 ফিলিস্তিনী জিহাদ আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহত তাদের তাদের তিন নেতা হলেন, জিহাদ আল-গানাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আলদীন। সেইসঙ্গে এ তিন নেতার স্ত্রীরা ও কয়েকজন সন্তানও নিহত হয়েছেন। গ্রুপটি জানিয়েছে, তারা পরে তিন নেতার স্ত্রী ও সন্তানদের ব্যাপারে বিস্তারিত জানাবে।

আল-জাজিরার গাজা প্রতিনিধি ইউমা আল সাইয়েদ জানিয়েছেন, ভোরের আগে স্থানীয় সময় রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে এ  হামলার পর প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ওপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিমান হামলার প্রতিশোধ নিতে গাজা থেকে রকেট আক্রমনের আশংকায় ইসরায়েলের সামরিক বাহিনী গাজা ভূখণ্ডের ৪০ কিলোমিটারের (২৫ মাইল) মধ্যে অবস্থিত  ইসরায়েলি বাসিন্দাদের নির্ধারিত বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে।

ইসরায়েল দরিদ্র কবলিত ও ঘনবসতিপূর্ণ গাজায় ক্ষেপনাস্ত্র হামলা চালানোর এক সপ্তাহ পরে এ বিমান হামলা চালালো। ফিলিস্তিনী অনশনকারী বন্দী খাদের আদনান মারা যাওয়ার পর ইসরায়েলে রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপর ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

এনবিএস/ওডে/সি