ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাবে ‘চিরকুট’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাবে ‘চিরকুট’

 যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাবে ‘চিরকুট’

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে বেরিয়েছে। সেখানের দশটি শহরে কনসার্ট করবে দলটি। এমন ঘোষণা দিয়েই সোমবার (০৮ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ে চিরকুটের সদস্যরা।

এদিন ‘চিরকুট’-এর ভোকাল শারমিন সুলতানা সুমি ঢাকা ছাড়ার সময়ের বেশকিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘চিরকুট দ্যা চিরকুট-দ্য লিগ্যাসি ট্যুর ইউএসএ- ২০২৩ এ যুক্তরাষ্ট্রের ১০টি শহরে কনসার্টে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করছি।’

শারমিন সুলতানা সুমি আরো যোগ করেন, ‘এই তুলনাহীন যাদুর শহরে দুলতে থাকা জারুল, সোনালু, বাতাস, কৃষ্ণচূড়া আর প্রাচীন রাতের কাছে হৃদয় জমা রেখে গেলাম। প্লিজ আপনারা আমাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন যাতে নিরাপদে আমরা পৌঁছাতে পারি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

এর আগে চিরকুট থেকে জানানো হয়, তাদের প্রথম কনসার্ট হবে বস্টনে। জুন মাসের শেষ পর্যন্ত চলবে কনসার্টগুলো। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।

এনবিএস/ওডে/সি