ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইমরানের সঙ্গে রাজনীতির মাঠ গরম করবেন এই নায়িকা !


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ০৯:০৫ পিএম

ইমরানের সঙ্গে রাজনীতির মাঠ গরম করবেন এই নায়িকা !

 ইমরানের সঙ্গে রাজনীতির মাঠ গরম করবেন এই নায়িকা !

পাকিস্তানের বিরোধী দলে থাকা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বে আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির অভিনেত্রী ও মডেল আজেকা ড্যানিয়েল এবার যোগ দিয়েছেন দলটিতে। সামাজিক মাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। সে হিসেবে সরকারবিরোধী নানা কর্মসূচিতে ইমরানের সঙ্গে আজেকাকেও রাজনীতির মাঠ গরম করতে দেখা যাবে।

টুইটারে ভক্তদের জন্য একাধিক ছবি শেয়ার করেছেন আজেকা। এসব ছবিতে জাইদির সঙ্গে তাকে বসে থাকতে এবং জাইদিকে তাকে উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায়। ছবিগুলোর সঙ্গে আজেকা লিখেছেন, ‘অবশেষে! আমি আমার দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। সিন্ধুর প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে পিটিআইয়ে যোগ দিয়েছি। আমাদের অবশ্যই দেশকে এই জগাখিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথে ফিরে যেতে হবে।’
জাইদি অভিনেত্রীকে স্বাগত জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, সাবেক ক্ষমতাসীন দল সম্পর্কে তার দৃষ্টি এবং বোঝাপড়া বিস্ময়কর।

এনবিএস/ওডে/সি