এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
‘আজান’ ছবিতে নিপুন অভিনয় করেছেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৫ আগস্ট ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যার পরবর্তীকাল থেকে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সময়কালীন প্রেক্ষাপটে ‘আজান’ চলচ্চিত্রের কাহিনী বিস্তৃত। এই কাহিনী নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে।
‘আজান’ নামে চলচ্চিত্রটি পরিচালনা করছেন গুনীপরিচালক জাহিদ হোসেন। গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত কালিগঞ্জের সুটিং স্পট ‘আমলকি’ তেঁতুলতলা মার্কেট, বাগুন অঞ্চলে প্রচন্ড তাপদাহ সহ্য করে কলাকুশলী ও অভিনয় শিল্পীদের নিয়ে ছবিটির সুটিং শেষ হয়। কাহিনী সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় পরিচালকের নিজের বলে জানান তিনি।
এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল ও শিশির কথাচিত্রের ব্যানারে কুদরত-ই-খুদা ও আজম খান প্রযোজিত ও পরিবেশিত। চিত্রগ্রহণে এইচ এইচ এম মুনজির। সঙ্গীত পরিচালনায় আবিদুর রহমান রনি, ম্যাকআপ মানিক, ড্রেস কামাল, শিল্প নির্দেশনায় সুমন, লাইট গ্রাফিক্স নিরঞ্জন, স্থিরচিত্রে মো: শহীদুল এবং ক্রোরিওগ্রাফার এমদাদুল হক খোকন ও একে আজাদ।
অভিনয় শিল্পীরা হলেন, নায়িকা নিপুণ, ইমতিয়াজ বর্ষণ, শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, কানিজ সুবর্ণা, প্রাপ্তি, জেসমিন, শাওন আশ্রাফ, মালতি, সাজ্জাদ, জীবন, জাকির, মহারাজ, জলিল, দুলাল, সেকান্দার, শিশু শিল্পী পারভীনসহ আরো অনেকেই।
এনবিএস/ওডে/সি