ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

শহীদ মিনারে নায়ক ফারুকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

শহীদ মিনারে নায়ক ফারুকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

 শহীদ মিনারে নায়ক ফারুকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাংলাদেশের জনপ্রিয় নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে উত্তরার বাসা থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় তাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। শহীদ মিনারে নিয়ে আসার পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে চিত্রনায়ক ফারুকের মরদেহ গ্রহণ করা হয়।

পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হয়। প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

শহীদ মিনার থেকে মরহুমের মরদেহ এফডিসি, চ্যানেল আই মাঠ ও গুলশান আজাদ মসজিদ ঘুরে নিয়ে যাওয়া হবে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ জানাজার পর পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইটটি নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকা পৌঁছায়।

এনবিএস/ওডে/সি