এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
কিংবদন্তি নায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের প্রতিক্রিয়া
ফারুকের দীর্ঘদিনের বন্ধু আলমগীর বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন ভাবির সঙ্গে আমার প্রায়ই কথা হতো। ফারুক অনেক কষ্ট পাচ্ছিল। সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ ফারুকের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করুক। ওর আত্মার মাগফিরাত কামনা করছি।’
ওমর সানী ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। আমিন।’ অভিনেতা ডিপজল ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক মামা মারা গেছেন। আমার অনেক কাছের মানুষ ছিলেন।’
অভিনেত্রী জয়া আহসান লেখেছেন, ‘আকবর হোসেন পাঠান ফারুক নামটাই তো যথেষ্ট, নায়ক, মুক্তিযোদ্ধা, সাংসদ, তার অবদানের পূর্ণতা তার জীবনের মতোই উজ্জ্বল।’ অভিভাবক হারানোর শোক অনুভব করছি উল্লেখ করে চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘চলে গেলেন আমাদের প্রিয় মিয়া ভাই (আকবর পাঠান ফারুক)। যতদিন তিনি সুস্থ সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যেকোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সাহেবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনার সঙ্গে আমার প্রথম সিনেমা কোটি টাকার কাবিন।’
চিত্রনায়ক অনন্ত জলিল ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘ভালো থাকবেন মিয়া ভাই। বাংলার সকল দর্শকের মনে চিরকাল বেঁচে থাকবেন আপনি। শ্রদ্ধা ও ভালোবাসা।’ এ ছাড়াও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক নাঈম, অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক নিরব, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, অভিনেতা মিশা সওদাগর, নির্মাতা সৈকত নাসির, গায়িকা আঁখি আলমগীরসহ অনেকেই ফারুকের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।
এনবিএস/ওডে/সি