ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধের আগুন ছড়াচ্ছে আমেরিকা: ইভো মোরালেস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মে, ২০২২, ০২:০৫ পিএম

ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধের আগুন ছড়াচ্ছে আমেরিকা: ইভো মোরালেস

ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধের আগুন ছড়াচ্ছে আমেরিকা: ইভো মোরালেস

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, ইউক্রেনে শত শত কোটি ডলারের অস্ত্র পাঠিয়ে আমেরিকা যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে।

তিনি এক টুইটে আরও বলেছেন- আমেরিকা ইউক্রেনকে চার হাজার কোটি ডলার সাহায্য দিচ্ছে, কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমেরিকায় গত ৪০ বছরের মধ্যে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, মার্কিন সরকার নিজ দেশের জনগণের অর্থনৈতিক অবস্থার দিকে না তাকিয়ে যুদ্ধ ও রক্তারক্তি বাড়াচ্ছে। মোরালেসের মতে, ইউক্রেন  ইস্যুকে অপব্যবহার করে আমেরিকা এখন রাশিয়াকে অর্থনীতি, রাজনীতি ও সামরিক দিক থেকে ঘায়েল করার চেষ্টা করছে।

আমেরিকা বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি করে আগে থেকেই যুদ্ধের প্রধান হোতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বলিভিয়ার প্রভাবশালী এই নেতা।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়াকে ঠেকাতে সেখানে প্রকাশ্যেই অস্ত্র পাঠাচ্ছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়া এ ধরণের পদক্ষেপের পরিণতির বিষয়ে বার বার সবাইকে সতর্ক করছে। তবে তাতে কোনো কাজ হচ্ছে না।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে