ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

নতুন স্যাটেলাইট 'উরুমস্যাট' উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মে, ২০২২, ০২:০৫ পিএম

নতুন স্যাটেলাইট 'উরুমস্যাট' উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট

নতুন স্যাটেলাইট 'উরুমস্যাট' উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (শুক্রবার) নতুন কৃত্রিম উপগ্রহ 'উরুমস্যাট' উন্মোচন করেছেন। পশ্চিম আজারবাইজান প্রদেশ সফরকালে উরুমিয়ে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই স্যাটেলাইট উন্মোচন করেন।

এই স্যাটেলাইটটি তৈরি করেছে এই প্রদেশের উরুমিয়ে অঞ্চলের প্রযুক্তিবিদেরা। 'উরুমস্যাট' উপগ্রহটি মহাকাশ থেকে সবচেয়ে স্বচ্ছ ছবি উত্তোলন ও প্রেরণ করতে সক্ষম। এটি পৃথিবীর কক্ষপথে স্থাপন পর্যন্ত ব্যয় হবে মোট ছয় লাখ ডলার যা বিদেশে তৈরি স্যাটেলাইটের চেয়ে অনেক কম। 

এ সময় তিনি বিমানবন্দরে আঞ্চলিক প্রযুক্তিবিদদের নির্মিত ড্রোন ও হালকা বিমান প্রদর্শনী পরিদর্শন করেন।

ইরান এ পর্যন্ত পৃথিবীর কক্ষপথে কয়েকটি স্যাটেলাইট পাঠিয়েছে। এর মধ্যে দু'টি হচ্ছে সামরিক স্যাটেলাইট। ইরান অন্য কোনো দেশের সহযোগিতা ছাড়াই স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের কাজ করে থাকে। ইরানের বাহক-রকেটের নাম হচ্ছে 'কাসেদ'।

সর্বশেষ গত মার্চ মাসে নিজেদের দ্বিতীয় সামরিক স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে