এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
শারীরিক বৃদ্ধির জন্য হরমোনের ইঞ্জেকশন নিয়ে মুখ খুললেন হংসিকা
বলিউডের প্রথম সারির অভিনেতা হৃত্বিক রোশন, বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে পরিচিতি পেয়েছেন হংসিকা মোটওয়ানি। অল্প সময়ের ব্যবধানে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। এরপরই গত কয়েক বছরে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে তার। বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
শোনা যায়, হংসিকার মা তার দ্রুত শারিরিক বৃদ্ধির জন্য তাকে হরমোনের ইঞ্জেকশন দিতেন। এভাবেই নাকি কিছুদিনের মধ্যে শারীরিকভাবে বড় হয়ে যান অভিনেত্রী। এতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে নেটিজেনদের মধ্যে প্রশান ওঠে ইন্ডাস্ট্রিতে দ্রুত জায়গা করে নেয়ার জন্য এমন কি তাড়া ছিল হংসিকার মায়ের? সামাজিক মাধ্যমে এ বিষয় নিয়ে ট্রোলও হতে হয় অভিনেত্রীকে।
সংবাদ প্রতিদিন জানায়, এসব কটাক্ষ মেনে নিতে নারাজ অভিনেত্রী ও তার মা। এ প্রসঙ্গে হংসিকা প্রশ্ন তুলেছেন, মায়ের কথায় আমি কেন এমনটা করব? মা-ই বা কেন সন্তানের সঙ্গে এমনটা করবেন? শরীরে যে প্রভাব পড়ে, সেটা ভুলে গিয়ে এত বড় ক্ষতি কি তিনি করতে পারেন? হংসিকা এতদিন এসব বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুরেছেন। তিনি জানিয়েছেন, ট্রোলিংয়ে খুব বেশি পাত্তা দেন না। সুচের ভয়ে জীবনে কখনো ট্যাটু করান নি। সেই তিনিই নাকি শারীরিক গঠনের জন্য একের পর এক ইঞ্জেকশন নিয়েছেন। এটা কখনোই বাস্তব নয়।
এনবিএস/ওডে/সি