ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

অদ্ভুত সাজে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মে, ২০২৩, ০২:০৫ পিএম

অদ্ভুত সাজে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা

অদ্ভুত সাজে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা

মাঝেমধ্যেই অভিনেতা-অভিনেত্রীরা অদ্ভুত সাজ দিয়ে চমকে দেয় ভক্তদের। আর এখানে ভারতীয় বিয়ের মিউজিক্যাল শো বলে কথা, একটু ভারতের মেজাজে সাজবেননা তা কি করে হয়! তেমনটাই ঘটিয়েছেন অস্কারজয়ী  অভিনেত্রী লুপিতা নিয়ংও। ন্যাড়া মাথায় মেহেদি পরেই ভিডিও আপলোড করেছেন হলিউডের এই তারকা। আর তাতেই নেটপাড়ায় ঝড় উঠেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারতীয় একটি বিয়ের অনুষ্ঠানে মাথায় মেহেন্দি ডিজাইনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মেনে গোলাপী-নীল ও হলুদ রঙের একটি শিফন শাড়িতে ঘুরে বেড়াতে দেখা গেছে ৪০ বছরের অভিনেত্রী লুপিতা নিয়ংকে।

জানা যায় অস্কারজয়ী তারকা লুপিতা নিয়ং'ওকে প্রায় ১০ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী অনুসরণ করেন। প্রসঙ্গত, 'টুইয়েলভ ইয়ার অ্যা স্লেভ' ছবির জন্য অস্কার জিতেছেন অভিনেত্রী লুপিতা। তবে 'ব্ল্যাক প্যান্থার' ছবির জন্যই তিনি জনপ্রিয়তা পান।

এনবিএস/ওডে/সি