এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ মে, ২০২৩, ০২:০৫ পিএম
অবশেষে সামান্থাও খুঁজে পেলেন ‘নতুন প্রেম’
সম্পর্কে থাকা অবস্থায় সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা হয়েছে আরও বেশি। বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর হলেও এখনও তাদের নিয়ে আলোচনা থামেনি। বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা।
অন্য দিকে, নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র।
জনসমক্ষে নিজেদের সম্পর্কে সিলমোহর না দিলেও তাঁরা যে গত বছর থেকেই চুটিয়ে প্রেম করছেন, তা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাসের অন্ত নেই। দিন কয়েক আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এ বার সমাজমাধ্যমের পাতায় নিজের জীবনের ‘নতুন প্রেম’-এর জানান দিলেন অভিনেত্রী।
মাস খানেক আগে মুক্তি পাওয়া ‘শকুন্তলম’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও পেশাগত জীবনে প্রায় অপ্রতিরোধ্য সামান্থা। বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে কাজ করছেন স্পাই থ্রিলার সিরিজ় ‘সি়টাডেল’-এর ভারতীয় সংস্করণে। পুরোদমে চলছে সেই ছবির শুটিং। এই প্রথম এতো বড় মাপের একটি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন সামান্থা। শরীরে বিরল রোগ বাসা বাঁধা সত্ত্বেও মনের জোরে নিজেই সব অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন সামান্থা। শুটিং করতে করতেই অ্যাকশনের প্রেমেও পড়েছেন অভিনেত্রী। এবার সমাজিক যোগাযোগ মাধ্যমে সেই ইস্তাহারই রাখলেন তিনি। ‘সিটাডেল’-এর সেটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সামান্থা লেখেন, ‘‘অ্যাকশনের সঙ্গে আমার প্রেম যাপন।’’ দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যে নিজের কাজেই প্রেম খুঁজে পেয়েছেন অভিনেত্রী, তা বেশ স্পষ্ট তাঁর সমাজমাধ্যমের পাতা থেকে।
'মনম', 'ইয়ে মায়া ছেসাভে' এবং 'অটোনগর সূর্য'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন চৈতন্য ও সামান্থা। ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন। সনাতন ও খৃষ্ট্রীয় মতে আলাদা অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
এনবিএস/ওডে/সি