এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ মে, ২০২২, ০২:০৫ পিএম
মারিওপলে আরো প্রায় ৮০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে
ইউক্রেনের মারিওপল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে অবরুদ্ধ আরো ৭৭১ জন যোদ্ধা রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে আজভস্টাল ইস্পাত কারখানা থেকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার সেনা সংখ্যা দাঁড়াল ১৭৩০-এ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে, গত ২৪ঘন্টায় এসব সেনা রুশ সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
মারিওপল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা ইউক্রেনের সেনাদের জন্য সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল। মারিওপল শহরকে দোনেস্ক প্রজাতন্ত্র নিজের ভূখণ্ড বলেও দাবি করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের যে সমস্ত সেনা আজভস্টাল ইস্পাত কারখানা থেকে আত্মসমর্পণ করেছে তারা সবাই উগ্র জাতীয়তাবাদী আজভ ইউনিটের সদস্য। এদের সবাইকে দোনেস্ক অঞ্চলের নভোয়াযোভস্ক শহরে নেয়া হয়েছে। আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে ৮০ জন আহত অবস্থায় রয়েছে যাদের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ইউক্রেনের এসব জাতীয়তাবাদী যোদ্ধার আত্মসমর্পণের ঘটনায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি সমন্বয় করছে। আত্মসমর্পণ করার সময় সমস্ত সেনার যাবতীয় তথ্য তারা রেকর্ড করে রাখছে যাতে বন্দি অবস্থায় তাদের সঙ্গে তাদের পরিবার প্রয়োজনীয় যোগাযোগ করতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশের পর এসব যোদ্ধা আত্মসমর্পণ করে। ইউক্রেন সরকার একে আত্মসমর্পণ না বলে ইসপাত কারখানা থেকে সেনাদেনর সরিয়ে নেয়া হচ্ছে বলে প্রচার করছে। জেলেনস্কি বলছেন, রাশিয়ার সঙ্গে বন্দীবিনিময়ে এসব যোদ্ধাকে ব্যবহার করবেন। তবে রাশিয়া বলছে এসব সেনার বিচার করা হতে পারে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে