ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

টাকা ফিরিয়ে দিয়ে জামিন পেলেন গায়ক নোবেল 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

টাকা ফিরিয়ে দিয়ে জামিন পেলেন গায়ক নোবেল 

টাকা ফিরিয়ে দিয়ে জামিন পেলেন গায়ক নোবেল 

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়েও ১ লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মতিঝিল থানার মামলা হয়েছিলো মাইনুল আহসান নোবেলের নামে। সোমবার বাদীর সঙ্গে আপস করে টাকা বুঝিয়ে দেন তিনি। পরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।

সোমবার একদিনের রিমান্ড শেষে নোবেলকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন। এসময় মামলার বাদী সাফায়েত ইসলাম উপস্থিত ছিলেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন। 

এনবিএস/ওডে/সি