ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পরীমণির মামলায় সাক্ষ্য গ্রহণ পেছালো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মে, ২০২৩, ০৯:০৫ পিএম

পরীমণির মামলায় সাক্ষ্য গ্রহণ পেছালো

 পরীমণির মামলায় সাক্ষ্য গ্রহণ পেছালো

পরীমণিকে শ্লীলতাহানির অভিযোগে দয়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৪ জুলাই ধার্য করেন। ঢা

এর আগে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এনবিএস/ওডে/সি