ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ক্যাপিটল রায়ট: মিলিশিয়া নেতার কারাদণ্ড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মে, ২০২৩, ০২:০৫ পিএম

ক্যাপিটল রায়ট: মিলিশিয়া নেতার কারাদণ্ড

 ক্যাপিটল রায়ট: মিলিশিয়া নেতার কারাদণ্ড

স্টুয়ার্ট রোডসকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি ওথ কীপারস নামের একটি মিলিশিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় তিনি ওই এলাকার বাইরে ছিলেন। সেখান থেকেই সমন্বয় করেন হামলাকারী মিলিশিয়াদের।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হারার পর ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ক্যাপিটলে ওই নজীরবিহীন হামলা হয়েছিলো। এই রায়টের মামলায় এই প্রথম কোনো আসামীকে দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হলো।    

 এনবিএস/ওডে/সি