এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
মস্কো জয়ের পর এবার দেশের মানুষের জন্য মুক্তি পেলো 'আদিম'
মস্কো জয়ের পর এবার দেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবারমুক্তি পেলো যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’। তিনটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
গত বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘আদিম’ প্রদর্শনের পাশাপাশি পেয়েছে সেরা নির্মাতার (বিশেষ জুরি পুরস্কার) পুরস্কার। পরে বিভিন্ন দেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে স্বাধীন ধারার সিনেমাটি।
এদিকে, আজ থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে। একটি দুপুর ২টা ২০ মিনিটে, অন্যটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। যমুনা ব্লকবাস্টারে দিনে তিনটি শো চলবে। বেলা সাড়ে ১১টায়, ২টা ৪০ মিনিটে এবং রাত ৮টায়।
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পাচ্ছে ‘আদিম’। এখানে ৪টি শো রয়েছে বলে জানান নির্মাতা যুবরাজ শামীম।
সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকের আগ্রহে আপ্লুত নির্মাতা। দর্শকের উদ্দেশে এই নির্মাতা জানিয়েছেন, শুক্রবার থেকে আদিম শুধু আর আমার একার নয়, সিনেমাটি এখন থেকে সবার।
‘আদিম’ গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত এবং সহ-প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম। ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিমের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।
এনবিএস/ওডে/সি