ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সালমানের কাছে যেতেই ভিকিকে ধাক্কা নিরাপত্তারক্ষীর!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

সালমানের কাছে যেতেই ভিকিকে ধাক্কা নিরাপত্তারক্ষীর!

 সালমানের কাছে যেতেই ভিকিকে ধাক্কা নিরাপত্তারক্ষীর!

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলকেও যে এমন হেনস্তার শিকার হতে হবে তা বুঝতে পারেননি ভিকি নিজেও। বলিউডের ভাইজান সালমানের নিরাপত্তারক্ষীর হাতে!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো হতবাক সবাই। সবার মুখে একটাই কথা। এরকমটাও হতে পারে!

আইআইএফএ পুরস্কারের জমজমাট অনুষ্ঠানের জন্য় প্রায় গোটা বলিউড উড়ে গিয়েছে আবু ধাবিতে। এবারের এই শো সঞ্চলনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক বৈঠকে ভিকির সঙ্গে ঘটল এমন ঘটনা।

টুইটারের এক ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সালমান অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন। সালমানকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাইজানের দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সালমানের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে। সালমানের চোখে মুখেও ভিকিকে দেখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হাল। ক্যাটের স্বামী বলেই ভিকির সঙ্গে সালমানের এমন আচরণ। তবে এই নিয়ে মুখ খোলেননি ভিকি ও সালমান।

এনবিএস/ওডে/সি