এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
যুক্তরাষ্ট্রে রানি এলিজাবেথকে হত্যা করতে চেয়েছিল আইআরএ: এফবিআই
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র সফরের এক মাস আগে রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার হুমকি দিয়েছিলেন এক আইরিশ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র সাম্প্রতিক প্রকাশিত নথিতে এ তথ্য উঠে এসেছে। বিবিসি জানিয়েছে, গত বছর রানির মৃত্যুকে ঘিরে তার যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত কিছু নথি প্রকাশ করেছে এফবিআই। তথ্যে দেখা যায়, ওই সময় রানির নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থাটি ‘আইরিশ রিপাবলিকান আর্মি’ বা আইআরএ’র হুমকি নিয়ে দুঃশ্চিন্তায় ছিল।
নথি অনুসারে, সান ফ্রান্সিসকোর একজন পুলিশ কর্মকর্তা ব্রিটিশ রানিকে ওই হত্যার হুমকি পান। তিনি নিয়মিত একটি আইরিশ পাবে যেতেন। সেখানে তার এক পরিচিত পরে ফোন করে রানিকে হত্যার হুমকি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে এফবিআই এজেন্টদের সতর্ক করেছিলেন ওই পুলিশ কর্মকর্তা। হুমকিদাতা বলেছিলেন, উত্তর আয়ারল্যান্ডে তার মেয়েকে ‘রাবার বুলেটে হত্যার’ প্রতিশোধের পথ খুঁজছেন তিনি। ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি এই হুমকি দেওয়া হয়েছিল। তার এক মাস পরেই রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ ক্যালিফোর্নিয়া সফর করেন।
নথিতে আরো বলা হয়েছে, তিনি রানি এলিজাবেথের ক্ষতি করতে যাচ্ছিলেন। গোল্ডেন গেইট ব্রিজের নিচ দিয়ে রানিকে বহনকারী রয়্যাল ইয়ট ব্রিটানি যাওয়ার সময় উপর থেকে কিছু ফেলে অথবা ইয়োসেমেতি ন্যাশনাল পার্ক পরিদর্শনের সময় তাকে হত্যা চেষ্টার পরিকল্পনা করা হয়।
হুমকির কথা জেনে গোল্ডেন গেইট ব্রিজের কাছাকাছি হাঁটার রাস্তা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন গোয়েন্দারা। অন্যদিকে ইয়োসেমেতি ন্যাশনাল পার্কে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটি পরিষ্কার নয়, তবে রানি সেখানে গিয়েছিলেন। কাউকে গ্রেপ্তারের তথ্যও এফবিআই প্রকাশ করেনি।
এনবিসি নিউজকে এফবিআই জানিয়েছে, এই নথিগুলোর বাইরেও আরেও কিছু তথ্য থাকতে পারে। কিন্তু সেগুলো প্রকাশের ব্যাপারে কিছু জানায়নি তারা।
এনবিএস/ওডে/সি