ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ন্যাটোর ‘গুরুতর ভুল’ ইউক্রেনকে সংঘাতের দিকে নিয়ে গেছে: কিসিঞ্জার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ মে, ২০২৩, ০৪:০৫ পিএম

ন্যাটোর ‘গুরুতর ভুল’ ইউক্রেনকে সংঘাতের দিকে নিয়ে গেছে: কিসিঞ্জার

 ন্যাটোর ‘গুরুতর ভুল’ ইউক্রেনকে সংঘাতের দিকে নিয়ে গেছে: কিসিঞ্জার

প্রবীণ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার বলেছেন ন্যাটোতে ইউক্রেনের যোগদানের প্রস্তাব ছিল একটি মারাত্মক ভুল। প্রবীণ এই রাজনীতিবিদ তার ১০০ তম জন্মদিনের কয়েক দিন এক সাক্ষাৎকারে ওয়াল স্ট্রিট জার্নালকে একথা বলেন।

কিসিঞ্জার বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি দেশকে যুদ্ধের দিকে পরিচালিত করেছে। তবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সঠিক বলে অভিহিত করেন দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

২০০৮ সালে, ন্যাটো ঘোষণা করেছিল যে কিয়েভ ওই ব্লকে যোগ দেবে, কিন্তু কখন এটি ঘটতে পারে তা নির্দিষ্ট করেনি। রাশিয়া, ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা বা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে একটি প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখে।

কিসিঞ্জার গত বছর পরামর্শ দিয়েছিলেন যে ইউক্রেনের উচিত ‘স্থিতাবস্থার পূর্বে’ ফিরে যাওয়া বা ক্রিমিয়ার আঞ্চলিক দাবি ত্যাগ করা এবং শান্তির জন্যে ডোনেস্ক এবং লুগানস্ক গণপ্রজাতন্ত্রকে স্বায়ত্তশাসন দেওয়া। ওয়াল স্ট্রিট জার্নালের সাথে সাক্ষাৎকারে কিসিঞ্জার দাবি করেন যে ‘ইউক্রেন যুদ্ধে জয়ী হয়েছে।’ তবে কোনো শান্তি শর্তে ক্রিমিয়া অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও নেই বলে জানান তিনি।

এনবিএস/ওডে/সি