ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মে, ২০২২, ০১:০৫ পিএম

সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আগামী সোমবার ওমান সফরে যাবেন। দেশটির সুলতান বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে এ সফর করবেন।

ওমান সফরকালে প্রেসিডেন্ট রায়িসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল  ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।

ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে প্রেসিডেন্ট রায়িসির বৈঠকের কথা রয়েছে। সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রায়িসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।

সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারি মাসে হাইসাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন। গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই হবে প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসির প্রথম ওমান সফর।খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে