ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আবারো অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে চায় বিসিবি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

আবারো অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে চায় বিসিবি

 আবারো অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে চায় বিসিবি

 দীর্ঘ বিরতির পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কাছে প্রস্তাবটি উত্থাপন করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। এ বছরই দেখা যেতে জমকালো অনুষ্ঠান। যেখানে শুধু ক্রিকেটার নয়, সংশ্লিষ্ট সবাইকেই স্বীকৃতি দেয়ার কথা ভাবছে বিসিবি।

বিশ্বের শীর্ষ ক্রিকেট বোর্ডগুলো প্রতিবছর আয়োজন করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। পুরস্কৃত করে বর্ষসেরা ক্রিকেটারদের। প্রতিবেশী ভারত-পাকিস্তানেও আছে এ রীতি। ব্যতিক্রম বাংলাদেশের ক্রিকেটে। প্রায় দেড় যুগ আগে দু-বছর অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হলেও এর পর তা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আশ্বাস দিলেও নেয়া হয়নি উদ্যোগ। তবে আর আশ্বাস নয়। দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে এ বছরই। আবারও অ্যাওয়ার্ড নাইট প্রচলন করতে চায় নাজমুল হাসান পাপনের বোর্ড।

এ বিষয়ে তানভীর আহমেদ টিটু বলেন, বিসিবিতে এটা নিয়ে আলোচনা করেছি। তারা খুব ভালোভাবে নিয়েছে। এটা অনেক দিন করা হয়নি, করা উচিত বলে মনে করছে। মাঝখানে কোভিডের কারণে অনেক কিছুই হয়নি। তখন আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এ বছর আমি তুলে ধরেছিলাম। এটা নিয়ে পজিটিভ উত্তর পেয়েছি। আশা করি এমন অনুষ্ঠান এ বছর আমরা একটা করতে পারব।

টিটু আরো বলেন, প্রতিটি খেলোয়াড়, কোচ, স্টাফ, উদীয়মান ক্রিকেটার, সাংবাদিক এবং গ্রাউন্ডসম্যানরাও এ পুরস্কারের বিবেচনায় থাকতে পারেন। সে রকম যদি আমরা করি তাহলে সবার জন্য একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হবে। সবাই নিজ নিজ কাজের প্রতি মনোযোগী হবে।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি