ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস পড়ল গভীর খাদে! কমপক্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১১:০৫ এএম

বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস পড়ল গভীর খাদে! কমপক্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০

বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস পড়ল গভীর খাদে! কমপক্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০

অমৃতসর থেকে কাটরাগামী একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসে ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জম্মুর হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৪৪ নম্বর জাতীয় সড়কের ঝাজ্জার কোটলিতে পৌঁছনোর পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। সিআরপিএফ আধিকারিক অশোক চৌধুরী জানিয়েছেন, সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তাঁদের একটি দল উদ্ধার কাজ শুরু করে।
 সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি