ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

জয় শাহ প্রবল বিতর্কে, স্টেডিয়ামে অশালীন অঙ্গভঙ্গী করে সর্বত্রই নিন্দিত অমিত-পুত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১২:০৫ পিএম

জয় শাহ প্রবল বিতর্কে, স্টেডিয়ামে অশালীন অঙ্গভঙ্গী করে সর্বত্রই নিন্দিত অমিত-পুত্র

জয় শাহ প্রবল বিতর্কে, স্টেডিয়ামে অশালীন অঙ্গভঙ্গী করে সর্বত্রই নিন্দিত অমিত-পুত্র

আইপিএলের ফাইনাল ম্যাচে প্রবল বিতর্কে বোর্ড সচিব জয় শাহ। তিনি শেষ ওভার চলাকালীন গ্যালারিতে বসে এমন এক অঙ্গভঙ্গী করেছেন, যা নিয়ে তিনি নিন্দিত হচ্ছেন। বলা হচ্ছে কী করে গুরুত্বপূর্ণ একটা পদে বসে তিনি এমন কাজ করতে পারেন।

জয় শাহ নিজ ক্ষমতাবলে আইপিএলের সব ভাল ম্যাচ নিয়ে গিয়েছেন আমদাবাদে নিজের শহরে। কিন্তু এও দেখা গিয়েছে ৮০০ কোটির স্টেডিয়াম বানিয়ে অনেক গাফিলতি রয়েছে মাঠের। বৃষ্টির পরেও জল নিষ্কাশন ব্যবস্থা ভাল ছিল না। চুল শুকোনোর মেশিন ব্যবহার করতে হয়েছে আধুনিকমানের পিচকে খেলার উপযুক্ত করার জন্য।

সেইসময় থেকেই জয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেন। কিন্তু খেলা শেষের কিছু আগে তিনি ধোনির দলের খারাপ অবস্থা দেখে যেভাবে কু অঙ্গভঙ্গী করেছেন, যা নিয়ে বিতর্ক ভারতীয় ক্রিকেটে। জয়ের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়।

তিনি শুধু বোর্ড সচিবই নন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। তিনি কী করে এমন পাড়াসুলভ আচরণ করতে পারেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে বিতর্ক অনেকটাই এগবে, তা বলাইবাহুল্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি