এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ মে, ২০২৩, ১২:০৫ পিএম
বিরোধী নেতার গ্রেপ্তারের প্রতিবাদে সেনেগালে বিক্ষোভ
সেনেগালের রাজধানী ডাকারে সোমবার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন করা হয়।
বিরোধী দলের নেতা উসমান সনকোর কথিত গ্রেপ্তার ও তার সঙ্গে কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে তার সমর্থকরা এ বিক্ষোভ প্রদর্শন করেন। সনকোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
বামঘেঁষা পাস্টিফ পার্টির প্রতিষ্ঠাতা হলেন উসামান সনকো। কারাভান ডি লা লিবার্টি বা স্বাধীনতা শোভাযাত্রা শুরুর ঠিক আগের দিন এ ঘটনা ঘটল। জিগুইনচর শহর থেকে এ শোভাযাত্রা শুরুর কথা ছিল। তিনি সেখান থেকে ডাকারের মেয়রের দায়িত্ব পালন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী এন্টোইন ফেলিক্স ডিওমে সনকোকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন। তবে তার দলের রাজনীতিবিদ ও সমর্থকরা দাবি করেছেন যে, নিরাপত্তা বাহিনী তাদেরকে তার সঙ্গে দেখা করতে যেতে বাঁধা প্রদান করেছে। ডাকারের কিউর গোগুইয়ে অবস্থিত সনকোর বাসভবনের রাস্তাগুলো পুলিশ অবরোধ করে রেখেছে। এতে সনকোর অধিকার ও ভাগ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি একজন প্রার্থী। বিরোধীদলীয় নেতা সনকোর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তাতে তার প্রার্থীতা বাতিল হতে পারে।
মানবাধিকার গ্রুপ সেনেগাল এ্যামনেস্টি বলেছে, বিনা নোটিশে সনকোর যাওয়া-আসার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ বেআইনি এবং অবশ্যই তার অবসান ঘটাতে হবে। পাস্টিফের জাতীয় যোগাযোগ সম্পাদক এল-মালিক এনডিআইযে এক টুইট বার্তায় লিখেছেন, কর্তৃপক্ষ দলটির প্রেসিডেন্ট প্রার্থী সনকোর ফোন, ল্যাপটপ ও অন্যান্য ব্যক্তিগত জিনিস বাজেয়াপ্ত করেছে এবং । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি