এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ মে, ২০২৩, ০২:০৫ পিএম
খাড়গে-রাহুলের উপস্থিতিতে 'হাতে হাত' গেহলট-পাইলটের! রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশ নিয়ে পরিকল্পনা কংগ্রেসের
সামনেই বিধানসভা নির্বাচন। যে কারণে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনে জয় জরুরি। সেদিকে লক্ষ্য রেখে রাহুল গান্ধীর উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং সেখানকার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটকে ডেকে কথা বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
চার নেতার বৈঠক চলে প্রায় চার ঘন্টা। এরপর কংগ্রেসের তরফে গেহলট এবং পাইলটের ছবি প্রকাশ করে বলা হয়েছে, তাঁরা দুজনেই একসঙ্গে নির্বাচনে লড়াই করবেন। ছবিতে দেখা যাচ্ছে গেহলট ও পাইলট রিল্যাক্স ও হাসি মুখে করা বলছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি