ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বায়রন বিশ্বাসের তৃণমূলের যোগদানের কারণ খুঁজলেন! জোট-বৈঠককে সামনে রেখে তৃণমূলকে সতর্ক করলেন অধীর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

বায়রন বিশ্বাসের তৃণমূলের যোগদানের কারণ খুঁজলেন! জোট-বৈঠককে সামনে রেখে তৃণমূলকে সতর্ক করলেন অধীর

বায়রন বিশ্বাসের তৃণমূলের যোগদানের কারণ খুঁজলেন! জোট-বৈঠককে সামনে রেখে তৃণমূলকে সতর্ক করলেন অধীর

 বামফ্রন্টের দীর্ঘ শাসনে অধীর চৌধুরী লড়াই করেছেন। তবে তাঁকে সব থেকে বেশি আঘাত দিয়েছে তৃণমূলের শাসনকাল। তাঁকে ঘিরে থাকা সবাইকেই যে কোনও উপায়ে দলে নিয়ে তৃণমূল। আর সর্বশেষ উদাহরণ বায়রন বিশ্বাস। তিনমাসেরও কম সময় আগে যাঁকে জিতিয়ে এনেছিলেন সাগরদিঘি থেকে, সেই কিনা তাঁকে দায়ী করে তৃণমূলে যোগ দিয়েছেন।

 তবে বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদান কেন, তার আসল কারণও অধীর চৌধুরী ছাড়া কেউ বলতে পারবেন না। এদিন বহরমপুরে করা সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন ব্যবসায়িক স্বার্থসিদ্ধির কারণেই এই দলবদল। এর আগে কৃষ্ণ কল্যাণী-সহ যাঁরাই দলবদল করেছেন, তাঁরাও এই একই কারণে দলবদল করেছেন বলে দাবি করেছেন অধীর চৌধুরী।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 

এনবিএস/ওডে/সি