এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ মে, ২০২৩, ০৭:০৫ পিএম
২০২৪ সালে উচ্চ মাধ্যমিকে কবে কোন পরীক্ষা? রইল সমস্ত খুঁটিনাটি তথ্য
চলতি বছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে। প্রকাশ হয়েছে ফলাফলও। আর এরপরেই আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তবে আগামী বছর মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
যা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আগামী বছর কেন উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হল তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়েছে। আর সেই কারনে উচ্চমাধ্যমিকের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। পাশাপাশি আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি