ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি, আমেরিকায় দুষ্কৃতী হানায় প্রাণ গেল ভারতীয় ছাত্রের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি, আমেরিকায় দুষ্কৃতী হানায় প্রাণ গেল ভারতীয় ছাত্রের

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি, আমেরিকায় দুষ্কৃতী হানায় প্রাণ গেল ভারতীয় ছাত্রের

কাজ থেকে ফিরছিলেন তরুণ। তখন সন্ধে ঘনিয়েছিল। রাস্তায় তাঁর পথ আটকে দাঁড়ায় দু’জন। প্রথমে ছিনতাইয়ের চেষ্টা করে। তারপরই গুলি চালাতে শুরু করে। পর পর গুলিতে ঝাঁঝরা করে দেয় তরুণকে। এই ঘটনা ঘটেছে আমেরিকায় (US)। ফের সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেছে ভারতীয় বংশোদ্ভূতের।
বছর একুশের ওই তরুণের নাম জুড চ্যাকো। ফিলাডেলফিয়ার (US) বাসিন্দা। তাঁর পরিবার প্রায় ৩০ বছর আগে আমেরিকায় এসে বসতি স্থাপন করে। জুডরা কেরলের কোল্লামের বাসিন্দা। এখন পাকাপাকিভাবে ফিলাডেলফিয়ায় থাকে তাঁর পরিবার।

তরুণ পড়াশোনা করেন, পাশাপাশি পার্ট টাইম চাকরিও করেন। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধেয় কাজ থেকেই ফিরছিলেন তরুণ। সেই সময় তাঁর উপর হামলা হয়। দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছে তাঁকে।

আমেরিকায়  বন্দুকবাজের হামলা ইদানীং বেড়েছে। এর আগে ওহিওতে এক ভারতীয় ছাত্রকে গুলি করে খুন করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সেই ছাত্রকে ওহিও প্রদেশের কলম্বাস অঞ্চলে একটি গ্যাস স্টেশনের সামনে গুলি করে খুন করে আততায়ীরা। কানসাসে ইউনিভার্সিটি অফ মিসৌরির ছাত্রকে গুলি করে খুন করা হয়। সেই ছাত্র ছিল তেলঙ্গানার বাসিন্দা। যে রেস্তোরাঁতে সেই ছাত্র পার্ট-টাইম কাজ করতেন, সেখানেই আততায়ীর গুলি লেগে প্রাণ যায় তাঁর।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি