ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউনিট ভিত্তিক নয়, দলগত পারফরম্যান্সই আসল: হেরাথ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৩, ০২:০৫ পিএম

ইউনিট ভিত্তিক নয়, দলগত পারফরম্যান্সই আসল: হেরাথ

 ইউনিট ভিত্তিক নয়, দলগত পারফরম্যান্সই আসল: হেরাথ

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল গুছিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সোমবার  থেকে শুরু হয়েছে প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন। যেখানে আলাদা করে গুরুত্ব পাচ্ছে বোলিং ইউনিট।

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কাজ করছেন স্পিনারদের নিয়ে। তবে সাবেক লঙ্কান এই ক্রিকেটার টাইগারদের দুই বিভাগের বোলিং নিয়েই ভালো করার চেষ্টার কথা জানিয়েছেন। মঙ্গলবার আফগানিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা।

এ সময় হেরাথ বলেন, পেসার ও স্পিনার মিলিয়ে প্রপার বোলিং ইউনিট থাকলে সেরা বোলিং ইউনিট তৈরি করা যায়, আমরা সেই চেষ্টাই করছি পেসাররা ভালো করলে সেটি স্পিনারদের জন্য কতটুকু স্বস্তিদায়ক সাংবাদিকের এমন প্রশ্নে হেরাথ বলেন, এখানে ইউনিট না, দল আসল ব্যাপার। কেউ ভালো করলে আমরা সবাই খুশি হই, খারাপ করলে সবাই মিলেই সমাধানের পথ খুঁজি। আমরা একটা দল।

তিনি আরো বলেন, স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র্য ও টেকটিকস নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি