ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

চার বছর ধরে স্নাতক কোর্স! জাতীয় শিক্ষানীতি নিয়ে যা জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৩, ০২:০৫ পিএম

চার বছর ধরে স্নাতক কোর্স! জাতীয় শিক্ষানীতি নিয়ে যা জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

চার বছর ধরে স্নাতক কোর্স! জাতীয় শিক্ষানীতি নিয়ে যা জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

জাতীয় শিক্ষানীতি একাংশ মেনে নিল রাজ্য সরকার। ২০২৩-২৪ শিক্ষাবছর থেকেই জাতীয় শিক্ষানীতির একটা অংশ কার্যকর করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই তা কার্যকর করতে নেমে পড়েছে শিক্ষা দফতর।

এমনটাই জানা গিয়েছে। নয়া শিক্ষানীতি অনুযায়ী চারবছরের স্নাতন প্রক্রিয়া শুরু হবে। তবে সম্পূর্ণ নীতি মানা হচ্ছে না বলেই খবর। এই বিষয়ে টুইটে বিস্তারিত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি লিখছেন, একটি বিভ্রান্তমূলক খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে। এটিকে সত্যের অপলাপ বললে কম বলা হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি