এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০২:০৫ পিএম
কালীঘাটের কাকুর পরে কে? সুজয় ভদ্রের গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলীপ ঘোষের
নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর গ্রেফতারির পর তপ্ত রাজনৈতিক মহল। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেছেন,' কাকু হল। জেঠু হল। এবার হয়তো পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ।
এবার হয়তো মাথা আসবে।' গতকাল ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে। কুন্তল ঘোষ নাকি তাঁকে টাকা পৌঁছে দিয়ে আসতেন। সেই সূত্র ধরেই কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে বেশ কয়েকবার জেরা করে ইডি-সিবিআই। নিজাম প্যালেসে তলব করেও একাধিকবার জেরা করা হয়েছিল তাঁকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি