ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

২২ বিধায়ক ৯ সাংসদের ঘরওয়াপসি শীঘ্রই! শিন্ডে শিবিরের চিন্তা বাড়ালেন উদ্ধব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৩, ০২:০৫ পিএম

২২ বিধায়ক ৯ সাংসদের ঘরওয়াপসি শীঘ্রই! শিন্ডে শিবিরের চিন্তা বাড়ালেন উদ্ধব

২২ বিধায়ক ৯ সাংসদের ঘরওয়াপসি শীঘ্রই! শিন্ডে শিবিরের চিন্তা বাড়ালেন উদ্ধব

 শিবসেনা শিবিরে আড়াআড়ি বিভাজন ঘটার পর পালাবদল হয়েছে মহারাষ্ট্রে। মহাবিকাশ আগাড়ি সরকারের পতনের পর কুর্সিতে বসেছেন বিক্ষুব্ধ শিবসেনা শিবিরের একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়ার এক বছরের মধ্যেই একনাথ শিন্ডের চিন্তা বাড়ালেন উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে শিবিরের তরফে দাবি করা হয়েছে, ২২ জন বিধায়ক ও ৯ জন সাংসদ যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। তাঁদের ঘরওয়াপসি হবে শীঘ্রই! শিন্ডে শিবিরের চিন্তা বাড়ালেন উদ্ধব ঠাকরে। উদ্ধব শিবিরের লোকসভা সাংসদ বিনায়ক রাউত দাবি করেছেন, শিন্ডে শিবসেনা শিবির অস্থিরতায় রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি