এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০২:০৫ পিএম
পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
কলকাতা হাইকোর্টে বারবার ধাক্কা! পুর-দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। এর আগে দুবার সিঙ্গল বেঞ্চে ধাক্কা খায় রাজ্য সরকার। এমনকি ডিভিশন বেঞ্চও পুরসভায় নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে।
আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হবে। ইতিমধ্যে পুর দুর্নীতি মামলায় রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে তথ্য চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি