এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০২:০৫ পিএম
হিংসার জায়গা নেই, ছয় বছরে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ! জানালেন যোগী আদিত্যনাথ
শিক্ষা হল সমাজের মানুষের অনুভূতি বোঝার মাধ্যম! এমনটাই মনে করেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি তাঁর বাসভবনে 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' এক অনুষ্ঠানের মাধ্যমে একাধিক রাজ্য থেকে আসা পড়ুয়ারা আসেন। আর তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি বলেন, শিক্ষা সমাজের থাকা মানুষের অনুভুতি বোঝার মাধ্যম। মুখ্যমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেকেই প্রথমবারের জন্যে উত্তরপ্রদেশ এসেছেন। তবে যিনি যে রাজ্যেরই হোন না কেন কিন্তু দেশ প্রেম সবার আগে বলেও মন্তব্য যোগীর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি