এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
বিজেপি বিরোধী ঐক্যে যোগ দেবেন উদ্ধব ঠাকরেও, জোট-উদ্যোগে নীতীশের প্রশংসায় সঞ্জয়
২০২৪-এর আগে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে বিহারের পাটনায় এক জোট বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ কুমার। সেই বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চে উদ্ধব ঠাকরেও যোগ দিতে চলেছেন।
নীতীশ কুমার এনডিএ ছাড়ার পর তৎপর কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত দলকে এক ছাত্রছায়ায় আনতে। কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি আর কংগ্রেসের বিপুল জয়ের পর বিরোধী জোটের তৎপরতা বেড়েছে। নীতীশের ডাকা জোট-বৈঠকে যোগদান বাড়ছে ক্রমশ। আগামী মাসে পাটনায় বিরোধীদের বৈঠকে যোগ দেবেন উদ্ধব ঠাকরে। তা নিশ্চিচত করেছেন শিবসেনা উদ্ধব শিবিরের মুখপাত্র সঞ্জয় রাউত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি