এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ মে, ২০২৩, ০৫:০৫ পিএম
দক্ষিণ আমেরিকার ১২ দেশের শীর্ষ সম্মেলন: আঞ্চলিক মুদ্রা চান লুলা
এ শীর্ষ সম্মেলনে অঞ্চলটির বামমুখে ঝুঁকে পড়ার বিষয়টি চোখে পড়েছে। প্রধানত অঞ্চলটির আর্থিক ও অপরাধের বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ আমেরিকার নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী ব্রাাসিলিয়ায়। সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বৃহত্তর আঞ্চলিক সমন্বয়ের চেষ্টা করেন। ইউনিয়ন অব সাউথ আমেরিকান ন্যাশন্স বা উনাসুর নামে পরিচিত আঞ্চলিক জোটটি পুণরুজ্জীবিত করার চেষ্টায় লুলা এ সম্মেলনের আয়োজন করেছেন বলে মনে করা হয়।
ব্রাজিলের প্রেসিডেন্ট তার ভাষণে একটি আঞ্চলিক বাণিজ্য মুদ্রা প্রচলনের ধারণা ব্যক্ত করেন। যা প্রভাবশালী মুদ্রা যুক্তরাষ্ট্রের ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। ২০০৪ সালে লুলা ও অন্যান্য বামপন্থী নেতারা মিলে উনাসুর গঠনের কথা ঘোষণা করেন। ২০০৮ সালে তারা এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু গত ৯ বছর তাদের কোন বৈঠক হয়নি। অঞ্চলটি এ সময় ডানমুখে ঝুঁকে পড়ে। পরবর্তীকালে কয়েকটি দেশে ডানপন্থী সরকার ক্ষমতায় এলে মতাদর্শিক বিভক্তির কারণে এর কার্যক্রম বেশি দূর এগোয়নি। এ নিয়ে তখন অঞ্চলটিতে কূটনৈতিক টানাপড়েনেরও সৃষ্টি হয়।
মঙ্গলবারের এ সম্মেলন ছিল রুদ্ধদ্বার। তবে তাতে জ্বালানি, অর্থ, অপরাধ ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উষ্ণ অভ্যর্থনা থেকে অঞ্চলটির বামদিকে ঝুঁকে পড়ার বিষয়টি পরিস্কার ধরা পড়ে। মাত্র কয়েক বছর আগে লুলার পূর্বসুরি জাইর বোলসোনারোর আমলে মাদুরোর ব্রাজিলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল।
ভেনেজুয়েলার নেতার সঙ্গে সম্পর্কের কারণে কলোম্বিয়ার সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট ইভান ডুকুয়ি উনাসুর থেকে বেরিয়ে যান। পরে ডুকুয়ির বামপন্থী উত্তরাধিকারী গুস্তাভ পেত্রো বৈরিতার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের উন্নয়ন করেন।
লুলা চলতি বছর ক্ষমতায় আসার পর ব্রাসিলিয়া ও কারাকাসের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপন করেন। মাদুরো আশা করছেন, দক্ষিণ আমেরিকার দেশগুলো ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে ঐক্যবদ্ধ হবে। বিষয়টি তিনি ও লুলা তাদের সংবাদ সম্মেলনে জোরালোভাবে তুলে ধরেন।
সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্রাজিলের কর্মকর্তারা বলেছেন, পারস্পরিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করে এমন রাজনৈতিক বিভক্তি সম্মেলনে এড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা বলেন, ‘দেশগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য রয়েছে, এ বিষয়ে আমরা সচেতন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি