ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

রুশপন্থিদের বিরুদ্ধে কিয়েভের গণহত্যা, মস্কোতে হামলায় উস্কানি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

রুশপন্থিদের বিরুদ্ধে কিয়েভের গণহত্যা, মস্কোতে হামলায় উস্কানি

 রুশপন্থিদের বিরুদ্ধে কিয়েভের গণহত্যা, মস্কোতে হামলায় উস্কানি

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মস্কো-পন্থি অঞ্চলগুলোতে কিয়েভের চালানো ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে। ইউক্রেনে ‘রাশিয়ার যা কিছু আছে’ তা ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পাশ্চাত্য। অন্যদিকে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন মস্কোয় সাম্প্রতিক ড্রোন ও অন্যান্য হামলার পেছনে যুক্তরাষ্ট্রের উস্কানি রয়েছে।

আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ল্যাভরভ বলেন, রুশ ভাষাভাষি দোনবাস অঞ্চলে মস্কো-পন্থি নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেন সরকার যে নিপীড়ন চালাচ্ছে সে ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে পশ্চিমা দেশগুলো। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্য ইউক্রেনে সরাসরি গণহত্যাকে সমর্থন করছে।”

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, ২০১৪ সাল থেকে নব্য-নাৎসিরা ইউক্রেনের দোনবাস অঞ্চলের জনগণকে পদ্ধতিগতভাবে নির্মূল করে ফেলার কাজ শুরু করে। এই অপতৎপরতার অবসান ঘটানোর জন্যই রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে।

এদিকে আন্তোনভ প্রশ্ন তুলে বলেন, [মার্কিন] প্রশাসন কি বোঝে না যে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলাকে সমর্থন না করার বিষয়ে তাদের স্লোগান কেউ বিশ্বাস করে না?! দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে এই রুশ কূটনীতিক বলেন, মস্কোতে ড্রোন হামলার লক্ষ্য ছিল রুশদের মধ্যে ভয় ধরিয়ে দেওয়া এবং কর্তৃপক্ষের উপর আস্থা নষ্ট করা। তিনি বলেন, রুশ ফেডারেশনকে অনেক আগেই [পশ্চিমে] ‘মৃত্যুদণ্ডের’ শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই লক্ষ্য অর্জন কখনই সম্ভব হবে না।

গত মঙ্গলবার সকালে মস্কোর আবাসিক ভবনে বিস্ফোরক বহনকারী ড্রোন বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, আটটি ইউএভি আক্রমণের পর তাদের সবগুলিই বিমান প্রতিরক্ষা দিয়ে ধ্বংস বা জ্যামিং সরঞ্জাম ব্যবহার করে সরিয়ে দেওয়া হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, এ ড্রোন হামলায় কেউ নিহত বা গুরুতর আহত হয়নি।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা, মিখাইল পোডোলিয়াক, মস্কোয় ড্রোন হামলায় কিয়েভের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও আরও অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি