এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ জুন, ২০২৩, ১২:০৬ পিএম
মণিপুরে শান্তি ফিরবেই, শিশুর মাথায় হাত দিয়ে প্রতিশ্রুতি শাহের
হিংসায় বিধ্বস্ত মণিপুর, গত এক মাস ধরে হিংসা চলছে উত্তর-পূর্বের এই রাজ্যে। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে মণিপুরে শান্তি ফেরাতে সময় লাগবে। কুকি এবং মেইই জনজাতির মধ্যে সংঘর্ষে তুমুল অশান্তি ছড়িয়েছে সেখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে গিয়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। গত পরশু মণিপুরে পৌঁছেন অমিত শাহ।
পৌঁছেই মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে পুরো পরিস্থিতির রিপোর্ট নেন তিনি। সেনাবাহিনীর কাছ থেকেও সব তথ্য সংগ্রহ করেছেন তিনি। এই নিয়ে দুই দীর্ঘক্ষণ পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি