ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাভারকারকে নিয়ে করা বায়োপিকে ইতিহাস বিকৃত করার অভিযোগ! প্রতিবাদ নেতাজি ও ক্ষুদিরামের পরিবারের সদস্যদের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

সাভারকারকে নিয়ে করা বায়োপিকে ইতিহাস বিকৃত করার অভিযোগ! প্রতিবাদ নেতাজি ও ক্ষুদিরামের পরিবারের সদস্যদের

সাভারকারকে নিয়ে করা বায়োপিকে ইতিহাস বিকৃত করার অভিযোগ! প্রতিবাদ নেতাজি ও ক্ষুদিরামের পরিবারের সদস্যদের

বীর সাভারকারকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীরা সাভারকারে অনুপ্রাণিত হয়েছিলেন, সেখানে এমনটাই টিজারে বলা হয়েছে। বায়োপিকে সাভারকারের ভূমিকায় অভিনয় করা রণদীপ হুডার অভিনয় নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন নেতাজি ও ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্যরা।

 তাঁরা বিষয়টিতে ইতিহাসের উপহাস এবং সস্তা প্রচার বলে কটাক্ষ করেছেন। সাভারকার বায়োপিকে সাভারকারের ভূমিকায় অভিনয় করা রণদীপ হুড়া টুইটে বলেছিলেন ব্রিটিশদের কাছে মোস্ট ওয়ান্টেড এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগত সিং এবং ক্ষুদিরাম বসুর অনুপ্রেরণার পিছনে ছিলেন তিনিই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি