ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

উত্তর প্রদেশে মানব সম্পদ পোর্টালের কাজ পর্যালোচনা! ব্যবহার বাড়ানোর নির্দেশিকা শেয়ার যোগী আদিত্যনাথের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

উত্তর প্রদেশে মানব সম্পদ পোর্টালের কাজ পর্যালোচনা! ব্যবহার বাড়ানোর নির্দেশিকা শেয়ার যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশে মানব সম্পদ পোর্টালের কাজ পর্যালোচনা! ব্যবহার বাড়ানোর নির্দেশিকা শেয়ার যোগী আদিত্যনাথের

 উত্তর প্রদেশ জুড়ে চলছে উন্নয়নের কর্মকাণ্ড। সেই রাজ্যেই রয়েছে মানব সম্পদের প্রাচুর্য। বিভিন্ন সরকারি দফতর। তারই যথার্থ ব্যবহারে তৈরি করা হয়েছে মানব সম্পদ পোর্টাল। মুখ্যমন্ত্রী এই কাজের পর্যালোচনা করেছেন।

 পাশাপাশি এর কার্যকরী বাস্তবায়ের জন্য প্রয়োজনীয় নির্দেশিকাও শেয়ার করেছেন তিনি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মানব সম্পদ পোর্টালের ব্যবহারের মাধ্যমে কর্মীদের তালিকাভুক্তি, নিযোগ, স্থানান্তর, প্রশিক্ষণ, বেতনের ব্যবস্থা, কর্মক্ষমতা মূল্যায়ন, ছুটির ব্যবস্থা করা হচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পোর্টালটি শুধুমাত্র শাসনে স্বচ্ছতাই আনেনি, কর্মীদের মধ্যে স্বাচ্ছন্দ্যও এনেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি