ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যৌবন ধরে রাখতে খরচ ২০ লাখ টাকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

যৌবন ধরে রাখতে খরচ ২০ লাখ টাকা

 যৌবন ধরে রাখতে খরচ ২০ লাখ টাকা

যৌবন ধরে রাখার বাসনা অনেকেরই থাকে। তবে সেই শখ পূরণ করতে ২০ লাখ টাকা খরচ করে কিশোর সন্তানের রক্ত নিজের শরীরে প্রবেশ করানোর মাধ্যমে শখ পূরণ সহজে ঘটে না। তবে, নিউইয়র্কের এক প্রৌঢ় ঘটালেন এমনই ঘটনা।

নিজের যৌবন ধরে রাখার শখ বহুদিন ধরেই লালন পালন করেন ব্রিয়ান জনসন নামের একজন। কিন্তু বয়স বাড়লে যৌবন তো বিদায় নেবেই নিজের নিয়ম মতোই। তবে এত সহজে মাত্র ৪৫ বছর বয়সে নিজের যৌবনকে বিদায় দিতে নারাজ ব্রিয়ান। এখনও অনেক দিন যৌবন ধরে রাখার স্বপ্ন দেখেন তিনি।

 ১৭ বছর বয়সি কিশোর সন্তানের রক্ত প্রতি মাসে তিনি প্রবেশ করান নিজের শরীরে।

সম্প্রতি ব্রিয়ান, তার ১৭ বছরের পুত্র এবং ৭০ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন একটি ক্লিনিকে। সেখানেই তিন প্রজন্মের বাবা ছেলের রক্ত প্রবেশ করানো হয় তাদের নিজেদের শরীরে।

জানা গেছে, সাধারণত এতদিন যেকোন রক্তদাতার থেকেই রক্ত নিতেন ব্রিয়ান। তবে এবার থেকে নিজের ছেলের থেকেই রক্ত নেবেন তিনি। পাশাপাশি, তার ৭০ বছর বয়সি বাবাও ব্রিয়ানের থেকে নেবেন রক্ত। একই বংশের বাবা ছেলের এই রক্ত অদলবদলে তাদের মোট খরচ হয়েছে বছরে ২০ লাখ টাকা। তবে তাতে বিশেষ বিচলিত নন ব্রিয়ান। ছেলের রক্তে জোয়ান থাকাই একমাত্র লক্ষ্য তার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি