ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যা ৯ জুন, পাবেন সংবর্ধনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যা ৯ জুন, পাবেন সংবর্ধনা

 গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যা ৯ জুন, পাবেন সংবর্ধনা

 বাংলাদেশের গজল অঙ্গনের এক জনপ্রিয় নাম  গজলশিল্পী মেসবাহ আহমেদ। নিজস্ব মৌলিকত্ব নিয়ে গজলকে করেছেন জয়। প্রশংসিত হয়েছে দেশে- বিদেশে।সম্প্রতি  ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে বয়ে এনেছেন  দেশের  সুনাম।

এবার রাজধানীর মতিঝিলের ইয়র্ক মিলনায়তনে আগামী ৯ জুন (শুক্রবার), সন্ধ্যা ৭ টায় তার একক গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে গজল পরিবেশন করবেন মেসবাহ আহমেদ।

গজল সন্ধার আয়োজনে রয়েছে ‘বাংলাদেশ ৮৮’। এটি ১৯৮৮ সালে এসএসসি পাস করা বন্ধুদের একটি প্লাটফর্ম। যারা বন্ধুদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে বিভিন্ন চ্যারিটিমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে । অনুষ্ঠানে ‘বাংলাদেশ ৮৮’-এর সহপাঠী বন্ধুরা গজলশিল্পী মেসবাহ আহমেদকে দেওয়া হবে  সংবর্ধনা বলে আয়োজকরা জানিয়েছেন।

মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী, যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিত্ সিংয়ের শিষ্য। দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও তার গুরু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সঙ্গীতের এই অভিজাত ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

সম্প্রতি মেসবাহ আহমেদ ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরেছেন। মুম্বাই অনুষ্ঠিত ‘খাজানা ফেস্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এই সম্মেলনে গত ৭ মে তিনি গজল পরিবেশন করেন। মেসবাহ আহমেদ ছাড়াও ওই গজল সম্মেলনে পারফর্ম করেছেন হরিহরন, অনুপ জালোটা, পঙ্কজ উদাস, তালাত আজিজ, অনুরাধা পাডোয়াল, চন্দন দাস, আবিদা পারভীন, প্রতিভা সিংসহ ভারত-পাকিস্তানের খ্যাতিমান গজলশিল্পীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি